সৌদি আরবের ক্লাব আল নাসরে শুরুটা মোটেও ভালো হয়নি চলতি ম্যানইউ থেকে যোগ দেয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর।তিনি যোগ দেয়ার পর সৌদি সুপার কাপে আল ইতিহাদের কাছে পরাজয় দেখতে হয়েছে আল নাসরকে। খুব স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড়দের ওপর ক্ষিপ্ত ক্লাব কর্তৃপক্ষ।
এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আল নাসরের একজন পরিচালক রোনালদোকে সরাসরি না বললেও অঙ্গভঙ্গিতে পর্তুগিজ সুপারস্টারের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করছেন।
বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘মার্কা’ অবশ্য ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিকে আল নাসরের পরিচালক বলে উল্লেখ করেছে। কারও নাম উল্লেখ না করে ভিডিওতে দেখা যাচ্ছে সেই পরিচালক বলছেন, এখান থেকে বিদায় হও! আমি ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছি, আর সে শুধু একটা কথাই বলতে শিখেছে- সিউ (যার অর্থ- হ্যাঁ)। এটা হতে পারে না।
ইতিহাদের কাছে হারের ম্যাচে রোনালদোকে দুয়ো দিয়েছেন সমর্থকরা। ম্যাচজুড়ে ‘মেসি’ ‘মেসি’ আওয়াজ শুনতে হয়েছে সিআরসেভেনকে।
ম্যাচটি নিয়ে আল নাসরের কোচ রুডি গার্সিয়াও রোনালদোকে এক হাত নিয়েছেন। হারের পুরো দায় দিয়েছেন রোনালদোর ওপর। তিনি বলেন, প্রথমার্ধে রোনালদো এমন একটা সুযোগ মিস করেছে, যেটা খেলার প্রবাহ বদলে দিতে পারত,তবে ইতিহাদকে অভিনন্দন।তারা প্রথমার্ধে আমাদের চেয়ে ভালো।