তারকা ফুটবলারদের নিয়েও মাঠে সময়টা ভালো যাচ্ছে না পিএসজির।এর মধ্যে দলটিতে আঘাত হেনেছে চোট। ইনজুরি সমস্যায় পিএসজির আজকের ম্যাচে অনিশ্চিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
পিএসজি তাদের আজকের ম্যাচে লিগ ওয়ানে মন্টেপ্লেয়ারের বিপক্ষে মাঠে নামবে,ক্লাবটি জানায়,পেশির চোটে ভুগছেন নেইমার।আর সেজন্য দলের অনুশীলন থেকেও বিরত ছিলেন তিনি।
নতুন বছরে মাঠের পারফরম্যান্সে বেশ মলিন পিএসজি। লিগে গত চার রাউন্ডের মাত্র একটিতে জিতেছে তারা। সবশেষ দুই রাউন্ডে রেনের মাঠে হারের পর রাঁসের সঙ্গে ড্র করে তারা।
উল্লেখ্য যে, ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে মেসি-নেইমারদের পিএসজি।