চ্যাম্পিয়নস লিগের নকআউট নিশ্চিতে আজ একই সময়ে খেলবে ৩৬ দল।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ



নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে জায়গা করে নিতে আজ বুধবার (২৯ জানুয়ারি) রাতে মাঠে নামবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।রাত ২টায় একসাথে মাঠে গড়াবে ১৮টি ম্যাচ।এরই মধ্যে শেষ ষোল নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা।শীর্ষ আট কিংবা নকআউটে জায়গা করে নিতে লড়তে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো জায়ান্টদের। শীর্ষ ২৪ দলের প্রথম আটটি সরাসরি জায়গা করে নিবে শেষ ষোলতে। বাকি ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে কোয়ার্টার ফাইনালে।



চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম একসাথে মাঠে গড়াবে এতগুলো ম্যাচ। সরাসরি প্লে-অফে জায়গা করে নিতে লড়বে ৩৬টি দল।


এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে সবগুলো দল। প্রতিটা ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৬টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের সঙ্গী হওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে আর্সেনাল ও ইন্টার মিলান।


সরাসরি শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও ইউভেন্তাসের মতো ক্লাবগুলোও।


শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে, ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বায়ার্নের অবস্থান ১৫তে। শীর্ষ আটের আশা অবশ্য এখনও ছাড়েননি বায়ার্ন কোচ। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের পরেই অবস্থান রিয়াল মাদ্রিদের।


অপরদিকে, শোচনীয় অবস্থায় ম্যাচনেস্টার সিটি। তবে পিএসজি আর সিটির প্লে-অফ নিশ্চিত করার সম্ভাবনাই বেশি। পিএসজির প্রতিপক্ষ স্টুটগার্ড, সিটির প্রতিপক্ষ ক্লাব বার্গ। ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের ২৫-এ অবস্থান গার্দিওলা শিষ্যদের। নকআউটে জায়গা পেতে, জয়ের বিকল্প নেই সিটিজেনদের।


নতুন নিয়মে কপাল পুড়েছে নয়টি দলের। নকআউটে উঠা আশা শেষ হয়ে গিয়েছে জিরোনা, রেড স্টার বেলগ্রেড ও সালজবুর্গের।


প্রসঙ্গত, নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে লিগ পর্ব ৩৬ দলের। প্রতিটি দল খেলবে ৮টি ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউটে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোয়।বাকিরা প্লে-অফ শেষে, যোগ দিবে কোয়ার্টার ফাইনালে।

To Top