লিওনেল মেসির হাম্বলনেস,নিরহংকার নিয়ে কারোর নূন্যতম দ্বীমত থাকার কথা না।প্রতিবার এ তিনি যেন তার অসাধারণ স্ট্যাটমেন্ট দ্বারা এটাই প্রমান করে আসছেন।
সদ্য বিশ্বকাপ জয়ের পর রিসেন্ট একটা ইন্টারভিউ এর স্ট্যাটমেন্ট গুলো ছিলো অসাধারণ আবেগ প্রবণ,পূর্ব ও পরবর্তী সিচু্য়েশন সম্বলিত কথা।তিনি যে এখন ও বিশ্বকাপ জয়কে বিশ্বাস করতে পারছেন না,সেটা তার কথায় বুঝা যায়,এতটা আবেগ জনিত।
তাছাড়া বিশ্বকাপ জয়ের এক মাস পূর্ণ,আমাদের দেখা লিওনেল মেসি সবচেয়ে বড় ক্যাপশন ইউজড করে বিশ্বজয় মেমোরাইজড করেন। যার রেটিং ১০ এ ১০ দেওয়ার মতোই।
লিওনেল মেসির ক্যারিয়ারে আর কিছুই বাকি নেই জয় করার। অথ্যাৎ আকাশচুম্বী অর্জিত ক্যারিয়ারের পরিপূর্ণ স্টেজে লিওনেল মেসি।কিন্তু তিনি আবেগ প্রবণ হয়ে কখনোই নিজেকে বেস্ট প্লেয়ার দাবি করেন নি।ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় দাবি করে কোনো স্ট্যাটমেন্ট দেননি।অথচ তার ক্যারিয়ার তাকে ইতিহাসের সর্বাকালের সেরা খেলোয়াড় বলতে বাধ্য করে।
আপনি মাঠ কিংবা মাঠের বাহিরে তাকে ভালোবাসতে বাধ্য হবেন।মাঠে যেমন অনন্য মাঠের বাহিরে যেন আরো অনন্য। পরিশেষে এটাই বলা, আপনি তাকে যেমন মাঠে মাপকাঠিতে পরিমাপ করতে পারবেন না তেমনি বাস্তব, পার্থব জীবনেও তাকে পরিমাপ করতে পারবেন না।
গ্রেটেস্ট অফ অল টাইম ❤️