কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন দলটির তারকা ফুটবলার নেইমার। পরবর্তী বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। তবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করেছেন তিনি। এবার, ২০২৬ বিশ্বকাপ খেলারও ইঙ্গিত দিলেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের পর থেকে ক্লাব ফুটবলেও সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির পাশাপাশি মাঠেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। সবশেষ ম্যাচে পিএসজির জার্সিতে মোনাকোর বিপক্ষে হারের পর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে ক্লাবে নিজের অবস্থান আরও নড়বড়ে করে ফেলেছেন নেইমার।
ক্লাব ফুটবলে সময়টা ভালো না গেলেও জাতীয় দলের ভক্তদের জন্য সুসংবাদের ইঙ্গিতই দিয়েছেন নেইমার। অন্য সবার মতো বিশ্বকাপ জেতা নেইমারের ক্যারিয়ারেরও বড় স্বপ্ন। আর সেটি পূরণের জন্য ২০২৬ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেন, ‘আমি বছরের পর বছর ধরে এগিয়ে যেতে চাই। অবশ্যই আমার অনেক বড় স্বপ্ন আছে, আর সেটা হলো বিশ্বকাপ জয়।’
২০২৬ বিশ্বকাপে নেইমারের বয়স হবে ৩৫ বছর।আর এই ৩৫ বছর বয়সেই বিশ্বকাপ জেতেন মেসি। ক্লাব সতীর্থ মেসির অনুপ্রেরণাতেই পরবর্তী বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি।
নেইমার বলেন, ‘মেসি সবসময়ই একজন অনুপ্রেরণা সে সবসময় আমাকে সাহায্য করেছে এবং উৎসাহিত করেছে। তাকে ৩৫ বছর বয়সে জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবি।