মেসি-নেইমার-এমবাপ্পে মিউনিখের সামনে শক্তিশালী পিএসজি।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

রাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্স জায়ান্ট পিএসজি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে,চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজির মাঠে মুখোমুখি হবে তারা।



এ ম্যাচটিতে দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।অবশেষে সব শঙ্কা দূর করে এ দুজনকে দলভুক্ত করেই স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ গালতিয়ের।এ দুজনের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন নেইমারও।



সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে রাখা হলেও শুরু একাদশে তারা থাকবেন কিনা তা নিশ্চিত নয়।ফ্রান্সের গনমাধ্যমগুলো জানিয়েছে, সবকিছু নির্ভর করবে কোচের উপর।


তবে ম্যাচের আগে দু’দলের পরিসংখ্যানের দিকে তাকালে অনুপ্রেরণা পেতেই পারে লা পারিসিয়ানরা। কেননা, দুই দলের মুখোমুখিতে সবচেয়ে বেশি জয় এসেছে ফ্রান্সের ক্লাবটিরই।


দু’দল এখনও পর্যন্ত মোট ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে।এই ১১টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতেছে পিএসজি, পাঁচটিতে বায়ার্ন মিউনিখ।


এর মধ্যে সর্বশেষ ৫টি হোম ম্যাচে বায়ার্নের বিপক্ষে পিএসজি জিতেছে ৪টি ম্যাচেই, হেরেছে মাত্র একটি ম্যাচে। বায়ার্নের বিপক্ষে ১০টি বা তার বেশি ম্যাচে মুখোমুখি হযেছে এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয়ের হার পিএসজিরই (৫৫%)।

To Top