ফরাসি ক্লাব পিএসজির ডাগআউটে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে,আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাব দেয়া না হলেও গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় মেসি-নেইমারদের পিএসজি।
বর্তমানে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী গাল্টিয়ার। ক্লাবটিতে বর্তমান সময়ের সেরা তিন ফুটবলার মেসি, নেইমার, এমবাপ্পেসহ তারকা ফুটবলাররা থাকলেও প্রত্যাশা অনুযায়ী ফল এনে দিতে ব্যর্থ হচ্ছেন গাল্টিয়ার।লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ইতোমধ্যেই পিএসজি বিদায় নিয়েছে কোপা দ্য ফ্রান্সের শেষ ষোলো থেকে।
তারকাবহুল এই ক্লাবটির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। আর সেটিতেই গতবার ব্যর্থ হওয়া পিএসজি যদিও এবারও গালতিয়ের অধীনে ব্যর্থ হয় তাহলে ফরাসি এই কোচের স্ব-পদে বহাল থাকার সম্ভাবনা খুবই কম।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক অনিয়মের অভিযোগে থাকা ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা যদি পদত্যাগ করেন তাহলে তাকে কোচ হিসেবে নিয়োগের সর্বোচ্চ চেষ্টা চালাবে পিএসজি।গার্দিওলা আগেই বলেছিলেন,আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে পরদিনই তিনি ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে দেবেন,ফলে,মেসি-নেইমারদের কোচ হিসেবে পিএসজির ডাগআউটে গার্দিওলাকে দেখা গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।