ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন স্কালোনিসহ রয়েছেন যারা।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

২০২২ সালের সেরা কোচ কে?

 প্রশ্নটির উত্তর খুঁজতেই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) একটি তালিকা তৈরি করেছে। যেখানে ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ৫ কোচের মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির পাশাপাশি দিদিয়ের দেশম, কার্লোস আনচেলত্তি, পেপ গার্দিওলা ও ওয়ালিদ রেগরাগুইয়ের নাম উঠে আসে।



বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সে তালিকাকে আরও সংক্ষিপ্ত করে শীর্ষ তিনে নিয়ে এসেছে। যেখানে বাদ পড়েছেন মরক্কোর ওয়ালিদ রেগরাগুই ও রানার্সআপ ফ্রান্সের দিদিয়ের দেশম।


অর্থাৎ এখন শীর্ষ তিনে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লোস আনচেলত্তি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পেপ গার্দিওলা।


আর্জেন্টাইন কোচের সঙ্গে থাকা ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার ম্যান সিটিকে জিতিয়েছেন ইংলিশ লিগ শিরোপা। আর রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির অধীনে গ্যালাক্টিকোরা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও লা লিগা। আর স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ ছাড়াও জিতিয়েছেন কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা। 



ফিফার প্রকাশিত তালিকা থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। এর আগে চলবে ভোট গ্রহণ।ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক,গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন। 


আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মনোনয়নের ক্ষেত্রে ২০২১–২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে আমলে নেয়া হয়েছে।

To Top