৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের পর আবারও মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।পূর্বের ঘোষণা অনুসারে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা লিওনেল মেসিদের।তবে প্রতিপক্ষ হিসেবে কারা থাকছে তা জানা যায়নি এতদিন।এবার শোনা যাচ্ছে, দুই ম্যাচের একটির প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস আগেই জানিয়েছিল,২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।এবার জানা গেল এক প্রতিপক্ষের নামও।টিএনটি স্পোর্টসের বরাত দিয়ে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে,দুই প্রীতি ম্যাচের একটির প্রতিপক্ষ হিসেবে পানামাকে পাচ্ছে বিশ্বজয়ীরা।অন্যটির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টরা।
প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি ম্যাচই রাজধানী বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হবে,গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে ফের মাঠে দেখতে মুখিয়ে আছেন আলবিসেলেস্তে সমর্থকরা,তাদের সেই অপেক্ষার পালা এবার শেষ হতে যাচ্ছে।
এদিকে,প্রীতি ম্যাচের আগেই বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন হবে বলে ইঙ্গিত মিলেছে।টিওয়াইসি বলছে, বিশ্বকাপজয়ী এ কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে আছে।এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।জানা যাচ্ছে,২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্কালোনি।