রিয়াল কোচ কার্লো আনচেলত্তিই হচ্চেন ব্রাজিলের হেড কোচ

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

রাশিয়া পর কাতার বিশ্বকাপেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুইবারই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে ব্রাজিল। এতে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ব্রাজিল কোচ তিতে। তিতের বিদায়ের পর থেকেই কোচ শূন্য হয়ে আছেন নেইমাররা। 



তিতের অব্যাহতির পর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেসাওরা। যেখানে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান, হোসে মরিনহো, কার্লো আনচেলত্তির মতো বিখ্যাত কোচদের নামও আলোচনায় ছিল। 


গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই কোচকে পেতে রীতিমতো অপেক্ষা করছে ব্রাজিল। চলতি মাসে আনচেলত্তি ইস্যুতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের। 


পূর্ব থেকেই ব্রাজিলিয়ান ফুটবলারদের সাথে ভালো সম্পর্ক থাকায় নেইমারদের কোচ হিসেবে আনচেলত্তিকেই পেতে চাচ্ছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের এই কোচকে পেতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

To Top