ক্লাব বিশ্বকাপের আগে দলবদলের বিশেষ সুযোগ দেবে ফিফা।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

পরিসর বাড়িয়ে আগামী জুনে নতুন কাঠামোয় বসবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে ৩২ টি দল লড়বে এই ক্লাব বিশ্বকাপে। সেই টুর্নামেন্টের জন্য নতুন বিধিমালা প্রণয়ন করেছে ফিফা। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশিত সেই বিধিমালায় দলবদলের নতুন নীতিমালার কথা বলা হয়েছে।




ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েও দলবদল করতে পারবেন খেলোয়াড়রা। তবে এক আসরে দুই দলের হয়ে খেলার সুযোগ থাকছে না।


ফিফা ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই নতুন খেলোয়াড় দলে টানতে পারবে দলগুলো। এছাড়া বিশ্বকাপকে সামনে রেখে দলবদলের নতুন একটা উইন্ডোও চালু করার কথা জানানো হয়েছে ফিফার নতুন বিধিমালায়। একই সঙ্গে দলগুলোকে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের ৩ থেকে ৫ দিন আগেই যুক্তরাষ্ট্রে যেতে বলা হয়েছে।


আগামী বছর ১৫ জুন মাঠে গড়ানোর কথা ফিফা ক্লাব বিশ্বকাপের। ৩২ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই। দুই মৌসুমের মাঝামাঝি সময়ে প্রায় এক মাসের এই টুর্নামেন্ট নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে অনেক ফুটবলারই। তাদের দাবি, এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রা বিশ্রাম পাবেন না। যে কারণে ধর্মঘাটের হুমকিও দিয়ে রেখেছেন খেলোয়াড়রা।


এক মৌসুম শেষে এবং আরেক মৌসুম শুরুর ঠিক আগের সময়টায় এই টুর্নামেন্ট হওয়ায়, অনেক খেলোয়াড়ই ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন। ওই খেলোয়াড়কে তখন নিজেদের খেলোয়াড় দাবি করতে পারে একাধিক ক্লাব। এমন সমস্যা দেখা দিলে সেই নির্দিষ্ট খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ফিফা নিজের কাছে রাখছে।


কিলিয়ান এমবাপ্পের দলবদলকে উদাহরণ হিসেবে টানা যায়। এ বছর ৩০ জুন পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেন এই ফরাসি তারকা। বিশ্বকাপ চলাকালীন এ ধরনের কোনো সমস্যা যেন না হয়, সেটি নিশ্চিত করতেও ফিফা এই নতুন বিধি প্রণয়ন করেছে।


চলতি মৌসুম শেষ হওয়ার আগে নতুন করে চুক্তি না করলে বিশ্বকাপ চলাকালীন ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস, জশুয়া কিমিখ, লেরয় সানে, ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিস ও রিয়ালের ফারল্যান্দ মেন্দি। এ ধরনের খেলোয়াড়দের জন্য জুনে দলবদলের উইন্ডো চালু করবে ফিফা।


তবে টুর্নামেন্ট চলাকালীন ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত দলগুলো নতুন  খেওয়ার নেয়ার এবং পুরনো খেলোয়াড় বাদ দেয়ার সুযোগ পাবে। কিন্তু ক্লাব বিশ্বকাপে একটি দলের হয়েই খেলতে পারবেন ফুটবলাররা। এক ক্লাবের হয়ে খেলে ফেললে সেই আসরে আর অন্য দলের হয়ে খেলার সুযোগ পাবেন না তিনি।

To Top