মাদ্রিদকে ঘরের মাঠেই আবার এক হালি দিল বার্সেলোনা।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ
2 minute read

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। সে ঘটনার তিন দিন যেতে না যেতেই লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হান্সি ফ্লিকের দল। এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সাম্প্রতিক ফর্মটা ভালো নয় বার্সার। মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ চারটা এল ক্লাসিকোতেই হেরেছে কাতালান ক্লাবটি। তার ওপর এবারের ম্যাচটি মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।




এমন কঠিন পরিস্থিতিতে খেলতে গিয়ে বায়ার্ন ম্যাচের ফর্ম এ ম্যাচেও টেনে এনে গতকাল শনিবার রাতে মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। কাতালান ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদফস্কি। বাকি দুটি গোল করেছেন লামিন ইয়ামাল ও রাফিনিয়া।



এ জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান পাকাপোক্ত করল হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৬ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সার চেয়ে আনচেলত্তির দলের যে শুধু ব্যবধান বেড়েছে, এমন নয়। গতকালের পরাজয়ে লা লিগায় মাদ্রিদের টানা ৪২ ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গেছে।এ ম্যাচটা জিততে পারলেই বার্সার টানা ৪৩ ম্যাচ অপরাজিত (এপ্রিল, ২০১৭ থেকে মে, ২০১৮) থাকার রেকর্ড ছুঁয়ে ফেলত মাদ্রিদ।


কিন্তু আনচেলত্তির দলকে সে সুযোগ দেয়নি বার্সা। গতকাল ৮ স্প্যানিশ খেলোয়াড় নিয়ে একাদশ সাজান ফ্লিক। পাশাপাশি মাদ্রিদকে ঘায়েল করতে হাই-লাইন ডিফেন্স কৌশলের আশ্রয় নেন। আর যে কৌশলেই আটকে গেছে মাদ্রিদের আক্রমণভাগ। গতকাল ১২ বার অফসাইডের ফাঁদে পড়েছে মাদ্রিদেরে ফুটবলাররা। ২০১৩ সালের মার্চে সেল্টা ভিগো (১২ বার) ম্যাচের পর এত বেশিবার অফসাইডের শিকার হলো তারা।


তবে সবচেয়ে লেজে-গোবরে অবস্থা হয়েছে প্রথমবার এল ক্লাসিকো খেলতে নামা কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকা একাই অফসাইড হয়েছেন সর্বোচ্চ ৮ বার।এর মধ্যে দুবার বার্সার জালে বলও জড়িয়েছিলেন। কিন্তু সেগুলো বাতিল হয়েছে অফসাইডে,পাশাপাশি তিনবার বার্সা গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি।তাঁর শটগুলো ঠেকিয়ে দিয়েছেন ইনাকি পেনা।


শুধু যে ২৫ বছর বয়সী এ বার্সা গোলকিপার নয়, পুরো বার্সাই গতকাল নিজেদের উজাড় করে খেলেছে। প্রথমার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও নিরঙ্কুশ এগিয়ে ছিল ফ্লিকের দল। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই।


দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বার্সার মতো রেয়াল মাদ্রিদও কিছু সময়ের জন্য হাইলাইন ডিফেন্স কৌশলে নেমেছিল। আর এ সুযোগটাই কাজে লাগিয়েছে বার্সা। ম্যাচের ৫৪ মিনিটে মধ্যমাঠ থেকে লেভার উদ্দেশে থ্রু বাড়ান মার্ক কাসাদো। সেটি নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে বক্সের ঠিক কাছাকাছি গিয়ে শট নেন পোলিশ স্ট্রাইকার। বাঁদিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি মাদ্রিদ গোলকিপার লুনিন।



২ মিনিট পরেই অ্যালেক্স ব্লেডের ক্রসে বক্সের ভেতর থেকে দারুণ এক হেডে আরেকবার লুনিনকে পরাস্ত করেন লেভানদফস্কি। মুহূর্তেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দুই গোল করেও সন্তুষ্ট হওয়ার কথা নয় পোলিশ তারকার। পরে অন্তত দুটি সহজ সুযোগ মিস করেছেন তিনি। এর মধ্যে ৭৫ মিনিটে মাদ্রিদ গোলকিপারকে একা পেয়েও পোস্টে মারেন লেভা। তাঁর আরেকটি শট গিয়েছে ক্রসবারের ওপর দিয়ে।



লেভা আর গোল না পেলেও ম্যাচের ৭৭ মিনিটে গোলের খাতায় নাম লেখান বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর গতকালের গোলে ক্লাসিকো ইতিহাসে সবচেয়ে কমবয়সী (১৭ বছর ১০৫ দিন) গোলদাতা বনে যান তিনি। ইয়ামালের রেকর্ডগড়া গোলের ৭ মিনিট পর রেয়ালের কফিনে শেষ পেরেকটি মারেন রাফিনিয়া। ম্যাচের ৮৪ মিনিটে ইনিগো মার্তিনেসের দূর পাল্লার পাস নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা লুনিনের ওপর দিয়ে চিপ শটে স্কোরলাইন ৪-০ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। আর ফ্লিক যুগের প্রথম এল ক্লাসিকোটাও বড় জয়ে রাঙাল বার্সা।

To Top