২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর এই মানুষ'টা কে যখন দলের দায়িত্ব দেওয়া হয় কেউ ই খুশি হতে পারেনি,হবেই বা কি ভাবে যার আগে ছিল না সিনিয়র দলের কোচিং করার অভিজ্ঞতা।
২৮ বছর দরে ট্রফি খরা,৩৬ বছর দরে বিশ্বকাপের ব্যর্থতা,বিশাল ফ্যানবেজের চাপ সব কিছু সামলিয়ে দল কে সবার প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারবে কিনা তা নিয়ে ছিল সবার সন্দেহ।এমনকি ম্যারাডোনা সয়ং কটাক্ষ করে বলেছিল;সে ত ট্রাফিক 'ই' সামলাতে পারবে না!
কিন্তু সব কিছু সামলিয়ে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিলেন নতুন এক আর্জেন্টিনার।যে আর্জেন্টিনা কে দেখার জন্য অপেক্ষায় ছিল সারা বিশ্বের কোটি কোটি সমর্থক।ব্রাজিল কে হারিয়ে কোপা আমেরিকা জিতার মাধ্যমে ২৮ বছরের ট্রফি খরার অভিশাপ থেকে মুক্তি দিলেন আর্জেন্টিনার সমর্থকদের, সপ্ন দেখালেন বিশ্বজয়ের।
কাতার বিশ্বকাপ ২০২২ মেসির মাথায় পরালেন রাজার মুকুট। নিজেকে নিয়ে গেলেন এক অন্য উচ্চতায়।সবার অপছন্দের মানুষ থেকে হয়ে গেলেন সবার চখের মণি।দুই লিওনেল মিলে বিশ্ববাসী কে ভেজালেন আনন্দ অশ্রুতে।
১৬ মে, আজকের এই দিনে তিনি ৪৬ বছরে পা দিলেন।
তার জন্মদিনে রইল অফুরন্ত ভালোবাসা।
আপনার হাত'দরে আর্জেন্টাইন সমর্থকেরা আরো ট্রফি জয়ের আনন্দ উল্লাসে মেতে উঠবে সেই আশাকরি।
শুভ জন্মদিন স্যার লিওনেল স্কালোনি।🎂🎁😍