মেসির জন্মদিনে গিফট না দিয়ে যখন বলেছিলেন বিশ্বকাপ এনে দিবেন তখন অনেকেই হেসেছিলো। বিশ্বকাপের আগে যখন বললেন মেসিকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য সব করবেন, এজন্য জীবণ দিতেও পারবেন তখন তার এই ইমোশন নিয়েও মজা লুটেছিলো অনেকে। আর সৌদি ম্যাচের পর তো সেটা মারাত্মক ট্রলে রূপ নিয়েছিলো।
কিন্তু দিনশেষে এমি কথা রেখেছিলেন। বিশ্বকাপ জিতেই ফিরেছিলেন কাতার থেকে।
প্রেস কনফারেন্সে যখন বলেছিলেন অ্যাস্টন ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ খেলতে চান তখন অনেকেই বলেছিলো এমি প্রলাপ বকছে। বিগ সিক্স আর নিউক্যাসলের মতো দল থাকতে ভিলাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ খেলার স্বপ্নটা অনেকেই উড়িয়ে দিয়েছিলে ঠাট্টা মশকরা করে। এপরপর ওউন গোলের রেকর্ডকে ঘিরে চললো আরেক দফা ট্রল।
কিন্তু এবারো এমি কথা রাখলেন। অ্যাস্টন ভিলাকে নিয়ে পৌছে গেলেন চ্যাম্পিয়ন্স লীগে।
হতে পারে এমি সেরাদের কেউ না, তার আচরণ উদ্ভট। হতে পারে এমি টক্সিক, অভদ্র এক লাতিন। কিন্তু এমি শুধু মুখের বুলি দিয়েই না, মাঠের খেলা দিয়েও আলোচনায় আসেন এবং সেই আলোচনায় আসা ডিজার্ভও করে।
৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা, বিশ্বকাপ। ৪২ বছর চ্যাম্পিয়ন লীগ না খেলা ভিলাকে ফিরিয়ে এনেছেন সেখানে। শুধু মনগড়া কথা বলেই বসে থাকেন না, এমি কথা দিয়ে কথা রাখেন।
...