ব্যানার ফেস্টুনে মেসির দাঁত সাদা করছেন বেকহ্যাম!

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

কিংবদন্তি কিং লিওনেল মেসি।

বিশ্বজয়ী লিওনেল মেসিকে বরণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। মিয়ামিতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর আসার আগে ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম একটি ভিডিও ধারণ করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাদা করা হচ্ছে মেসির দাঁত! করছেন স্বয়ং বেকহ্যামই!


আগামী ২২ জুলাই মেজর লিগ সকারে অভিষেক হবে কিংবদন্তির। মেসিকে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে তারও আগে। ১৬ জুলাই মিয়ামির মাঠে দেখা যাবে তাকে। তার আগে মঙ্গলবার মিয়ামিতে পৌঁছানোর কথা রয়েছে মেসির এবং সামনের রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবেন ৩৬ বর্ষী মহাতারকা।


গুরুত্বপূর্ণ সেই অনুষ্ঠানের আগে ক্লাবটির পাশের বিল্ডিংয়ে মেসির বিশাল ম্যুরাল আঁকা হয়েছে। যেখানে শেষ মুহূর্তে চিত্রকরকে সহযোগিতা করতে দেখা যায় ক্লাবটির মালিক পক্ষের একজন বেকহ্যামকে। সেই ভিডিও পোস্ট করেছেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম।


ভিক্টোরিয়া তার স্বামী এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়কের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে মজার ছলেই লিখেছেন, বেকহ্যামে মুগ্ধ হয়েছেন।


‘গর্জে ওঠ সবাই। এমনকিছু নেই যে বেকহ্যাম করতে পারে না। মেসির ছবিটি আঁকার জন্য সত্যিই ভালো কাজ করেছে। শহরে অল্প কয়েকদিনের জন্য আসলেও সে সরাসরি এটি করার জন্যই এখানে ছুটে এসেছে। হ্যাঁ, সে দাঁত সাদা করছে। দেখুন, এটি বিশাল। ডেভিড বেকহ্যাম কি কিছুই করতে পারে না? তিনি সেখানে ছবি আঁকছেন। আমি মুগ্ধ।’

To Top