হাত দিয়ে গোল করে কার্ড দেখলেন ব্রাজিলিয়ান সিলভা।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ


১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকো বিশ্বকাপে হাত দিয়ে গোল করে আলোচনায় প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। পরবর্তীতে যার নামকরণ করা হয় হ্যান্ড অব গড নামে। সে সময় প্রযুক্তির তেমন ব্যবহার না থাকায় বিশ্বকাপ মঞ্চে হাত দিয়ে গোল করেও বেঁচে গিয়েছিলেন। 



বর্তমান সময়ে এমন হলে কেমন হতে পারে একবার ভাবুন তো। তবে বর্তমান যুগে যে হাত দিয়ে গোল করেননি এমনটা নয়। ম্যারাডোনার স্বদেশি বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকা লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে গোল করেছিলেন। পরবর্তীতে প্রযুক্ততি আরও কঠিন হয়। কিন্তু নিত্য নতুন প্রযুক্তির দিনে হাত দিয়ে গোল করা তো এখন অসম্ভব।


কিন্তু তারপরও তো চেষ্টা করতে বাধা নেই। তবে সেই রকম এক চেষ্টা করতে গিয়ে তার খেসারত দিয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ব্রাজিলিয়ার সেন্টারব্যাক থিয়াগো সিলভা। গতরাতে চেলসির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে হাত দিয়ে গোল করেন তিনি। যার ফলে কার্ডও দেখতে হয়েছে এ ব্রাজিলিয়ানকে। 


ম্যাচের সবে মাত্র ১৬ মিনিট। বুরুশিয়ার জালে বল পাঠান থিয়াগো সিলভা। কিন্তু জালে বল পাঠানোর আগে বল লেগেছিল সিলভার হাত। বিষয়টি বুঝতে পেরে থিয়াগো সিলভাকে হলুদ কার্ড দেখান রেফারি।


যদিও শেষ পর্যন্ত ম্যাচটিতে হার ঠেকাতে পারেনি চেলসি। বরুশিয়ার কাছে তারা হেরে গেছে ১-০ গোলে। এতে করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে তাদের বাদ পড়ার শঙ্কা জেগেছে। যদিও তাদের হাতে এখনও সময় আছে ৯০ মিনিট। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে কোনও অ্যাওয়ে গোলের হিসেব হয় না সে হিসাবে দ্বিতীয় লেগে মাত্র দুই গোল করতে পারলেই পরের রাউন্ডে যাবে চেলসি। তবে কোনও গোল খেতে পারবে না। ডর্টমুন্ড একটি গোল দিলে চেলসিকে তখন দিতে হবে ৩ গোল।

To Top