পিএসজি ছাড়লেও বার্সায় ফিরছেন না আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার কিংবদন্তি কিং লিওনেল মেসির সঙ্গে পিএসজির নতুন করে চুক্তি না হওয়ায় নানারকম গুঞ্জন শোনা যায়।ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমে ফরাসি ক্লাবটির জার্সিতে না ও দেখা যেতে পারে তারকা এই ফুটবলারকে। পিএসজি ছেড়ে বার্সেলোনায় আবারও ফিরবেন মেসি, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে আর্জেন্টাইন এই ফুটবলারের বাবা হোর্হে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা থেকে কোনো প্রস্তাবই পায়নি মেসি। 



বার্সেলোনা আর লিওনেল মেসি যেন একে অপরের পরিপূরক। মেসির পেশাদার ক্যারিয়ার শুরুর আগ থেকেই কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্ক তার। ক্যারিয়ারের সেরা সময়টুকুও কাটিয়েছেন এই বার্সাতেই।তবে হঠাৎ করেই বদলে যায় চিত্র।আর্থিক দুরাবস্থায় বার্সেলোনায় থাকার ইচ্ছা থাকলেও ক্লাব পরিবর্তন করতে বাধ্য হন মেসি।২০২১ সালের আগস্টে পিএসজিতে যোগ দেন এই তারকা ফুটবলার।


আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েও কথা ওঠে,তবে আপাতত মেসির যে বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নেই সেটি জানিয়ে দিলেন হোর্হে মেসি। 


তিনি বলেন, ‘আমি মনে করি না, মেসি আবার বার্সেলোনায় খেলবে,আমরা লাপোর্তার সঙ্গে কথা বলিনি এবং কোনো প্রস্তাবও পাইনি,বার্সেলোনা সভাপতি লাপোর্তা প্রায়ই মেসিকে আবার বার্সেলোনায় ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন। তবে মেসির বাবার এমন মন্তব্যের পর সেটি যে প্রায় অসম্ভব তা স্পষ্ট।

To Top