‘লাপোর্তা বিদায় নিলেই বার্সায় ফিরবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

বার্সালোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি তাতে কোন সন্দেহ নেই।ক্লাবটিতে অসংখ্য রেকর্ডের সঙ্গে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি।কিন্তু ২০২১ সালে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ছাড়তে হয়েছে প্রিয় ক্লাবটিকে।তখন কাতালান ক্লাবটি বলেছিল মেসিকে কেনার মতো পর্যাপ্ত ফান্ড নেই তাদের। 


কিন্তু মেসি চলে যাওয়ার পরের মৌসুমে ঠিকই বড় অঙ্কে রাফিনহা, রবার্ট লেভানদোভস্কির মতো তারকাদের কিনে নেয় স্প্যানিশ ক্লাবটি।তখনই গুঞ্জন ওঠে আসলেই কি মেসিকে কেনার সামর্থ্য ছিল না বার্সেলোনার নাকি অন্যকিছু ছিল। 



তবে বার্সা বস হুয়ান লাপোর্তা সবসময় বলে আসছেন মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে বার্সেলোনা,আর তাকে ছেড়ে বড় বিপদ থেকেও বেঁচে গেছে ক্লাব।তবে মেসি বার্সা ছেড়ে গেলেও তার দাবি পুনরায় ক্লাবটিতে ফিরবেন এলএমটেন।



সাম্প্রতিক সময়ে মেসির বার্সায় ফেরা নিয়ে গুঞ্জন আরও বৃদ্ধি পেয়েছে।বিভিন্ন সময় লাপোর্তা ও বার্সা কোচ জাভি হার্নান্দেজও তাকে ফেরানোর কথা বলেছেন।জাভি তো বলেই রেখেছেন তার থাকাকালীন সময়ে বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা। 



সম্প্রতি মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে মুখ খুলেছেন তার ভাই ম্যাতিয়াস মেসি।ফুটবল বিষয়ক অনলাইন ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে,ম্যাতিয়াস মেসি বলেছেন লাপোর্তা যদি বরখাস্ত হয় তবেই মেসি বার্সাতে ফিরবে। 


মেসির অভিষেকের পূর্বে বার্সালোনাকে মানুষ চিনত না উল্লেখ করে ম্যাতিয়াস মেসি আরও বলেন,বার্সালোনাকে কেউ চিনত না।মেসির পূর্বে বার্সাকে কেউ চিনত না।মাদ্রিদ তখন ছিল সবচেয়ে বড়।দেখুন, তারা কিভাবে তার মূল্য দিলো।

To Top