ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রেটিংস প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন পিএসজির আর্জেন্টাইন তারকা খেলোয়াড় কিংবদন্তি কিং লিওনেল লিওনেল মেসি।হো স্কোর্ড রেটিংসে লিওনেল মেসির রেটিংস ৮.৩৯।
দ্বিতীয় স্থানে আছেন পিএসজির আরেক তারকা নেইমার জুনিয়র। তার রেটিংস দেখানো হচ্ছে ৭.৭৩। তৃতীয় স্থানে আছে লিগ ওয়ানের দল রেনেসের তারকা টেরিয়ের। তার রেটিংস ৭.৭১।
চতুর্থ স্থানে আছে প্রিমিয়ার লিগের হালান্ড।তার রেটিংস ৭.৬৯ এবং পঞ্চম স্থানে আছে নিউক্যাসলের ট্রিপিয়ার। তার রেটিংস ৭.৬৮।
রেটিংসের পাশাপাশি ড্রিবলিংয়েও সবার উপরে লিওনেল মেসি। ম্যাচ প্রতি সফল ড্রিবলিং তার ৩.৩। দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ প্রতি সফল ড্রিবলিং ২.৮।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত খেলেছেন ২৪টি ম্যাচ।গোল করেছেন ১৫টি করিয়েছেন ১৫টি।