তিন বছর পর মেসির জার্সি পেলেন সেই ডেভিস।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

বশেষে অবসান হলো অপেক্ষার। প্রায় তিন বছর অপেক্ষার পর বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জার্সি পেয়েছেন বায়ার্ন মিউনিখে খেলা কানাডিয়ান ডিফেন্ডার আলফান্সো ডেভিস। এর আগে, ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও মেসির জার্সি চেয়েছিলেন তিনি। যদিও সেবার আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের জার্সি পাননি ডেভিস। 



কানাডার ডিফেন্ডার আলফান্সো ডেভিস ২০২০ সালে প্রথমবার মেসির জার্সি চেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সে সময় বার্সায় খেলতেন মেসি। সেই ম্যাচে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ডেভিসের সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন মেসি।



তবে,এবারের গল্পটা ভিন্ন।এবারও পরাজয়ই মেসির সঙ্গী হলেও ডেভিসের অনুরোধ প্রত্যাখ্যান করেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।পিএসজির জার্সিতে এবারও বায়ার্নের কাছে হারলেও মেসি হাসিমুখে বায়ার্ন ডিফেন্ডারকে তার জার্সি দিয়েছেন। দ্বিতীয়বারের চেষ্টায় তিন বছর পর সফল হন ডেভিস।

To Top