চূড়ান্ত হয়েছে ইউরোর শেষ ষোল

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ


২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগালকে উড়িয়ে দিয়ে ইউরো ফুটবলের শেষ ষোলোতে নাম লিখিয়েছে জর্জিয়া। এবারের ইউরো কাপে এটি সবচেয়ে বড় অঘটনের একটি। এছাড়াও ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিদায়ও একটি অঘটন। 


টুর্নামেন্টের ফেভারিট হিসেবে এসেও নিজেদের সেরাটা না দেখাতে পারলেও গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স ও ইংল্যান্ড। রোমাঞ্চ-উত্তেজনায় ভরপুর গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লাইন আপ।


নকআউট পর্বের প্রথম ধাপের টিকেট নিশ্চিত হয়েছে স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া ও স্লোভেনিয়ার।


আগামী শনিবার (২৯ জুন) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ সুইজারল্যান্ড ও ‘বি’ গ্রুপের রানার্সআপ ইতালি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ‘এ’ গ্রুপের সেরা জার্মানি খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ ডেনমার্কের বিপক্ষে।

To Top