অবসর নিয়ে নতুন করে যা জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন কিং মেসি।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ


ফুটবল ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন কিংবদন্তি কিং লিওনেল মেসি।কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ জয়ের আক্ষেপ থাকলেও ফ্রান্সকে হারিয়ে বিশ্ব শিরোপা জয়ের মাধ্যমে সেই আক্ষেপ দূর করেছেন মেসি,অনেকেরই ধারণা ছিল,হয়তো বিশ্বকাপ জয়ের পর মাঠে বেশি দেখা যাবে না আর্জেন্টাইন অধিনায়ককে। তবে, নিজের অবসর নিয়ে ভক্তদের সুখবরই দিয়েছেন তিনি।



ইউরোপ ছেড়ে বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার তারকা এই ফুটবলার জানান, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। 


বিশ্বকাপজয়ী এই ফুটবলার আরও জানান, এখনও মাঠের খেলাকে উপভোগ করছেন। ক্যারিয়ারকে আরও দীর্ঘ করার ইচ্ছেও পোষণ করেন তিনি। 


মেসি বলেন, ‘সত্যি বলতে আমি এখনই অবসর নিয়ে ভাবছি না। আমি মাঠে খেলতে পছন্দ করি। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কিংবা অনুশীলনও উপভোগ করছি। আমি জানি না আরও কতদিন খেলবো, তবে যতটুকু সম্ভব চেষ্টা করবো ক্যারিয়ারকে দীর্ঘ করার জন্য।’


সৌদি আরব থেকে বড় অঙ্কের প্রস্তাব পেলেও পরিবারের জন্যই আমেরিকাকে বেছে নিয়েছেন বলে জানান মেসি। একই সঙ্গে ফরাসি ক্লাবে মোটেও ভালো সময় পার করেননি বলে জানান তিনি। 


মেসি বলেন, ‘আমেরিকার ক্লাবে যোগ দেয়া ছিল পরিবারের সিদ্ধান্ত। তাদের ভালোর দিকে তাকিয়েছি। পিএসজিতে দুইটা বছর কঠিন সময় পার করেছি। আমরা সেখানে ভালো ছিলাম না। এমনকি আমাদের অনেক ভুগতেও হয়েছে। এজন্য আমরা মায়ামিকে বেছে নিয়েছি।

To Top