পিছিয়ে গেল লিও মেসির সকার লিগের অভিষেক।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ


ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে নিজের চেনা ছন্দেই আছেন আর্জেন্টাইন কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন কিং লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী ফুটবলার চার ম্যাচ খেলে ইতিমধ্যে সাত গোলের দেখা পেয়েছেন।সাতবারের ব্যালন ডি’ওর জয়ীর মেজর লিগ সকারে অভিষেক ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। তবে দ্রুতই আসছে না সেই উপলক্ষ।



শার্লট এফসির বিপক্ষে ২০ আগস্ট ঘরের মাঠে মিয়ামির ম্যাচ খেলার কথা ছিল। তবে দল দুটি লিগ কাপের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হওয়ায় খেলাটি স্থগিত করা হয়েছে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে শার্লটের বিপক্ষে ঘরের মাঠে খেলবে মিয়ামি।


বিবৃতিতে মিয়ামির পক্ষ থেকে বলা হয়েছে, ‘মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে ইন্টার মিয়ামি সিএফ’র ম্যাচটি ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২০ আগস্ট রোববার নির্ধারিত ছিল। ম্যাচটি স্থগিত হয়েছে। পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচের তারিখ জানানো হবে।’ 


যেহেতু ইন্টার মিয়ামি সিএফ এবং শার্লট এফসি ২০২৩ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাই দুটি ক্লাবের মধ্যে যেকোনো একটি ১৯ আগস্ট লিগ কাপের ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। ২০ আগস্ট স্থগিত হওয়া ম্যাচের টিকিট যারা কিনেছে, দর্শকরা সেটি দেখিয়ে মাঠে প্রবেশাধিকার পাবেন।


সেক্ষেত্রে মেজর লিগ সকারে মেসির অভিষেক হতে পারে ২৬ আগস্ট। সূচি অনুযায়ী এদিন মিয়ামির প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস।

To Top