অভিষেক ম্যাচে মেসির ‘ট্রেডমার্ক’ দুর্দান্ত গোল, জয় নিয়ে মাঠ ছাড়ল মায়ামি

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

লিওনেল মেসিকে নিয়ে আগ্রহের কমতি ছিলো না ইন্টার মায়ামি সমর্থকদের। অবশেষে সমর্থকদের সেই বিশ্বাসের দাম দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা মায়ামি সমর্থকদের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে জয় নিশ্চিত করেন মেসি।




যেন ঠিক এমনটাই হবার কথা ছিল। মেসি মাঠে নামবেন, আর গোল করে দলকে জেতাবেন। বিগত দেড় যুগের বেশি সময় ধরে এমনটাই করে আসছেন তিনি। আজও তার ব্যতিক্রম হলো না। নাটকীয় এক জয় দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। 


ম্যাচের শেষ সময়ে দারুণ এক ফ্রি-কিকে দলের জয় নিশ্চিত করেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে টানা দেড়মাসের জয়খরা কাটালো ইন্টার মায়ামি। লিগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি। 


শনিবার (২২ জুলাই) আজুলের বিপক্ষে পিএনকে স্টেডিয়ামে শুরু থেকে ছিলেন না মেসি। তিনি নামেন বদলি হিসেবে। ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে নেমে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তখন অবশ্য ১-০ গোলের লিড ছিল ডেভিড বেকহ্যামের দলের। কিছুক্ষণ পরই সমতায় ফেরে আজুল।


ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচে মায়ামিকে জয় এনে দেন মেসি। অতিরিক্ত সময়ের যোগ করা মিনিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। তাতে ১১ ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার।

To Top