"ফুটবল ভালোবেসে" মেসির বার্সায় ফিরে আসা উচিত: অঁরি

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

‘ফুটবলকে ভালোবাসার জন্য’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে আসা উচিত,বলছেন তার সাবেক সতীর্থ ফ্রান্সের থিয়েরি অঁরি।লিগ ওয়ান জায়ান্ট পিএসজি শেষ ম্যাচে হারের পর দর্শকদের মেসিকে দুয়ো দেয়াকে ‘লজ্জাজনক’ বলেছেন ফরাসিদের সাবেক ফরোয়ার্ড।



পার্ক ডে প্রিন্সেসে দুয়োধ্বনি শোনা লজ্জাজনক। দল ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যার এ মৌসুমে ১৩ গোল ও ১৩ অ্যাসিস্ট আছে, তার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’


‘ব্যক্তিগতভাবে এটা পছন্দ করবো, সে ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করুক। তারপর, সে কী করবে জানি না। কারণ বার্সেলোনার হয়ে সবকিছু করার পরও যে প্রক্রিয়ায় সে ক্লাব ছেড়েছিল, সেটা আমার পছন্দ হয়নি। ফুটবলের প্রতি ভালোবাসার জন্য, তাকে বার্সেলোনায় ফিরে যাওয়া উচিত।’


সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে একপ্রকার বাধ্য হয়েই ২০২১ সালে ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। বেতন কমিয়েও কাতালানদের আর্থিক বাজে অবস্থার জেরে ন্যু ক্যাম্পে থাকা হয়নি মেসির। ফ্রান্স তারকা অঁরি ২০০৭-২০১০ সাল পর্যন্ত মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছিলেন। চলতি গ্রীষ্ম মৌসুম শেষে আবারও বার্সেলোনায় দেখা যেতে পারে মেসিকে, এমন আলোচনা চাউর হয়েছে।

To Top