ফুটবলে জয়-পরাজয় থাকেই। তবে সাত গোল হজম করার ব্যাখ্যা দাঁড় করানো যেন কঠিনই। বিশেষ করে ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দল যখন সাত গোল হজম করে তখন সেটি যেন এক প্রকার অবিশ্বাস্যই। ম্যানইউকে সাত গোল দিয়ে লিভারপুল সেটিই করে দেখিয়েছে। এমন ভয়ানকভাবে পরাজয়ের পর নিজের দলকেই যেন চিনতে পারছেন না ম্যানইউ কোচ এরিক টেন হাগ।
গত এপ্রিলেও ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে এবার যেটি করলো লিভারপুল সেটি ছাড়িয়ে গেছে সুদূর অতীতের অনেক ম্যাচকেও। সবশেষ ১৯৩১ সালে উলভারহ্যাম্পটনের কাছে ৭ গোল হজম করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
লিভারপুলের কাছে সাত গোল হজম করে টেন হাগ বলেন, ‘তিন গোল যখন হজম করলাম খেলা তখনই বলা যায় শেষ। তারপরও দল হিসেবে একসঙ্গে থাকতে হয়, চেষ্টা করতে হয়। আমার কাছে এটা বিস্ময়কর ছিল। আমার দলকে আমি এরকম কখনো দেখিনি। আমার মনে হয় না এটা ম্যানচেস্টার ইউনাইটেড। এটা আসলেই অনেক খারাপ ও বাজে।’
সাবেক রোনালদো কোচ আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা দারুণ কিছু ফল পেয়েছি। দুর্দান্ত কিছু পারফরম্যান্স ছিল আমাদের। কিন্তু লিভারপুলের বিপক্ষে বাজে হয়েছে। অতীতেও আমরা দেখিয়েছি যে ঘুরে দাঁড়াতে পারি। এই ম্যাচ অবশ্যই একটা বড় ধাক্কা। এটা মেনে নেওয়ার মতো নয়। আমি ভীষণ ক্ষুব্ধ ও বিরক্ত।