হারের কারণ জানিয়ে যা বললেন পিএসজি কোচ গাল্টিয়ার।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ ব্যবধানে হেরে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তারা। এতে ৩-০তে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাভারিয়ানরা। আর ইউরোপ সেরা লড়াই থেকে ছিটকে পড়েছে দ্য পারিসিয়ানরা। 



ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, ইনজুরির কারণে পিএসজি একাদশে ছিলেন না নেইমার। তবে গোটা ম্যাচে খেলেছেন সময়ের সেরা দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। 


তবু হারের কারণ জানিয়ে দলটির কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার বলেন, এটি বড়ই হতাশার। তবে যা হয়েছে তা আমাদের মেনে নিতে হবে। ড্রেসিংরুমে বিষাদ ছড়িয়ে পড়েছে। অবশ্য আমরা প্রথমে গোল করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো। কিন্তু আমরা পারিনি।


দুর্দান্ত শুরু করেছিল পিএসজি। সূচনালগ্নেই সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। ২৫ মিনিটে সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেননি। 


তিনি বলেন, আমরা একাধিক সুযোগ পেয়েছি। তবে লক্ষ্যভেদ করতে পারিনি। প্রথমার্ধে আমরা ভালো করেছিলাম। আশা করেছিলাম, প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠবো আমরা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই।


পিএসজি কোচ আরও বলেন, আমাদের ডিফেন্ডাররা ভালো করতে পারেনি। খুব বাজেভাবে প্রথম গোল হজম করেছিলাম আমরা। বায়ার্ন আমাদের ওপর মুহুর্মুহু চাপ সৃষ্টি করছিল। তবে সেটা সামলাতে পারাটাই সক্ষমতা।


এ নিয়ে পাঁচবার মেজর কোনো টুর্নামেন্টের শেষ ১৬ থেকে বিদায় নিলো পিএসজি। স্বাভাবিকভাবেই দলটিতে গালতিয়েরের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

To Top