মরক্কোর কাছে হেরেই গেল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।



মরক্কোর হয়ে গোল করেন সোফিয়ান বুফাল ও আবদেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে এক গোল শোধ দেন অধিনায়ক কাসেমিরো।



খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দলই। কিন্তু প্রথম গোলের দেখা পায় মরক্কো। সোফিয়ান বুফালের গোলে খেলার ২৯ মিনিটে লিড পায় মরক্কো। গোল হজমের পর একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। কিন্তু মরক্কোর রক্ষণ দেয়াল খেলার প্রথমার্ধে ভাঙতে পারে না ব্রাজিল।


মরক্কোও চালাতে থাকে সমান আক্রমণ। বেশকিছু সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণ করে খেলার ৬৭ মিনিটের মাথায় ক্যাসেমিরোর শট মরক্কোর গোলরক্ষকের হেঁয়ালিতে ঢুকে যায় জালে। এই গোলে খেলায় সমতা ফেরে।



খেলার ৭৯ মিনিটের মাথায় ও আবদেলহামিদ সাবিরির দেয়া গোলে আবারও লিড নেয় মরক্কো। বাকি সময়টুকুতে হয়েছে শুধু আক্রমণ ও পাল্টা আক্রমণ। গোলের দেখা দুই দলের আর কেউই পায়নি। নির্ধারিত সময়ের খেলা শেষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

To Top