ভোরে থ্রি স্টার জার্সিতে প্রথম বারের মত মাঠে নামবে আর্জেন্টিনা

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

প্রীতি ম্যাচ হলেও কোচ লিওনেল স্কালোনির জন্য অনেক কিছু নতুন করে গোছানোর। সংবাদ সম্মেলনেও তেমন ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। কেবল বিশ্বচ্যাম্পিয়নদের গুরুত্ব দেয়া হবে, এমনটাও নয়। তিনি চাইছেন, নতুনদেরও দলে জায়গা করে দিতে।সে জন্য পানামা ম্যাচের আগে অনুশীলনে দেখা যায় অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়দের।



জুনিয়র ও সিনিয়ররা একসঙ্গে প্রস্তুতি নিয়েছেন। কারণ,সামনে বড় আসর কোপা আমেরিকা। তার আগে বাছাই পরীক্ষা। সব মিলিয়ে তিনি আরও শক্তিশালী একটা দল গড়তে চাইছেন। তার রিহার্সেল বলা যায় পানামা ম্যাচ। বুয়েনেস এইরেসের ম্যাস মনুমেন্টালে শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুদল।যেটা থ্রি স্টার পাওয়া আর্জেন্টিনার জন্য আরেকটি শুরু।


মঙ্গলবার (২১ মার্চ) অনুশীলন ক্যাম্পে নজর কাড়েন রিভার প্লেটের বিস্ময়বালক ক্লদিও এচেভেরি,আর্জেন্টিনার আগামী দিনের গোলমুখের সারথি হতে পারেন তিনি।এরই মধ্যে মেসি-ডি মারিয়াদের সঙ্গে অনুশীলন করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এচেভেরি। হয়তো পানামার পর কোপা আমেরিকার বাছাইয়ের কোনো ম্যাচে তাকে একাদশে জায়গা করে দেবেন স্কালোনি।


পানামা ম্যাচের আগে আর্জেন্টিনার কোচের কথাবার্তায় তেমনটা অনুমেয়, এখন নতুন করে শুরু করার সময় হলো। যারা বিশ্বচ্যাম্পিয়ন, তাদের সবাইকে যে বেশি সুযোগ দেয়া হবে, এমনটা নয়। আমি চাই, নতুনরা আসুক তারা শীর্ষ পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। এখন আমাকে আরও বেশি কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে।


এদিকে, ম্যানইউতে খেলা গার্নাচোর কথা বলেছেন স্কালোনি। সেই সঙ্গে মেসি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আশাও ব্যক্ত করেছেন, গার্নাচো চোটে ভুগছে, এটা সত্যিই আমাদের জন্য হতাশার। হ্যাঁ, লিও ঠিকঠাক আছে। সে এখানে খেলবে। সে নতুন কিছু না বলা অবধি খেলা চালিয়ে যাবে।


অনুশীলন ক্যাম্পে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় মেসিদের। পিএসজিতে অফফর্মে ভোগা লিও দেশের হয়ে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়। ক্লাব ও আর্জেন্টিনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৭৯৯ গোল করেছেন তিনি। আর এক গোল করলেই আটশ’র ঘরে পা রাখবেন আর্জেন্টাইন দলনেতা। যেখানে তার আগে নাম লিখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

To Top