বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ!

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

বাংলাদেশে আর্জেন্টিনা দলের সফর নিয়ে নাটকীয়তার যেন শেষ হচ্ছে না। বেশ কিছুদিন আগে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকে সেটি আবার প্রত্যাহার করে বাফুফে। ধারণা করা হয়, আর্জেন্টিনার বাংলাদেশ সফরের হয়তো কোনো সম্ভাবনাই নেই। তবে, এবার নতুন করে আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক খবর দিল বসুন্ধরা কিংস। 



বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বসুন্ধরা কিংস তাদের অফিশিয়াল পেজে জানায়, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং আরেকটি শীর্ষস্থানীয় বিশ্বকাপ খেলা দল বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ খেলতে বসুন্ধরা গ্রুপের সাথে আলোচনা করছে।


এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলিম আল রাজি, আইনজীবি আর্তারু আলেক্সান্দ্রো স্টানিওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। 


এর আগে, ১৮ জানুয়ারি বাফুফে ভবনে আর্জেন্টিনা ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। সেখানে আর্জেন্টিনার সঙ্গে চলমান আলোচনার নানা দিক তুলে ধরার কথা ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু সম্মেলনের কয়েকঘণ্টা আগে সেটি বাতিল করা হয়।

To Top