ইহুদি মেসির অনুদান পৌঁছালো তুরস্কে,কেউ ফতোয়া দিল না,আমি একটু ফুটবল বিনোদন মেসিকে সাপোর্ট করলেই কাফের ফতোয়া আসে :
লেখা: শামীম ওসমান,প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ।
মেসি আর আর্জেন্টিনা সাপোর্ট করায় জীবনে বহু ফতোয়ার সম্মুখীন হয়েছি,এমন কি এলাকার কিছু বড় ছোট ভাইদের সাথে তুমুল জগড়ার পর আজ ১বছর যাবত তারা কথা বলে না আমার সাথে,ত্রিমুখী চাপে এক সময় পড়ে গেছি।
মেসি ইহুদি কাফের তার গায়ে নাকি দাজ্জালের ছবি আরো কত কি,এখন ইউনিসেফের মাধ্যমে তুরস্ক আর সিরিয়ার বিশাল অংকের টাকা অনুদান দিল মেসির ফাউন্ডেশন সেটা নিয়ে তো কেউ ফতোয়া দিল না,তার জার্সি নিলামে তুলে সেটা বিক্রির টাকা পাঠানো হলো ওদের কাছে,বিশ্ব মানবাধিকার সংস্থা ইউনিসেফ কে বছরে কোটি কোটি টাকা অনুদান দিচ্চে তার কোন খবর আছে ও সমস্ত মাথা মোটা লোকদের কাছে,একজন কাফের খ্রিস্টানের টাকা কিভাবে মুসলিমরা নিবে সেটা নিয়ে তো কোন কথা দেখি না,আজ কেউ কিছু বলেনা,এখন মনে হচ্ছে আমরা আবেগী আমাদের কমনসেন্সের অভাব।
সহজ বিষয় কে কঠিন করে দেখাটাই আমাদের কাজ,আমরা নিজেরা কি করতে পারি সেটার কোন খবর নাই,অন্য জন কি করলো সেটা নিয়েই আমাদের সমালোচনা।আপাতত ওসব মাথা মোটাদের বলবো এখন বুজছেন তো কেন তাদের জন্য আমরা পাগল,কেন তাদের প্রতি এত ভালোবাসা।আমরা তো শুধু মাত্র খেলোয়াড় আর তাদের নম্রতা ভদ্রতা আর তাদের মানসিকতার উপরেই মুগ্ধ,তাদের রয়েছে উদারতা।তারা দেখে না কে হিন্দু আর কে খ্রিস্টান বা মুসলিম।যা আমাদেরও তেমন মন মানসিকতা নাই।হয়ত আর হবেও না।মন্তব্য কখনো বেঁধে রাখতে পারে না গন্তব্য,এটাই সত্য।যে যাই বলুক তাদের প্রতি ভালোবাসা আছে ছিল এবং থাকবে,ভালোবাসা অবিরাম কিং কিংবদন্তি কিং লিওনেল মেসি।