মেসিতেই মুক্তি পিএসজির, শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত গোলে লিলেকে হারাল পিএসজি।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জিততেই যেন ভুলে গিয়েছিল পিএসজি।নিজেদের মাঠে গোল বন্যার ম্যাচে অবশেষে জয়ের দেখা পেল ফরাসি ক্লাবটি।সেই সঙ্গে গালতিয়েরের পিএসজিতে থাকার পথে একটু আলোও উঁকি দিলো। 



রোববার (১৯ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ পার্ক দ্য প্রাসে লিলেকে আতিথেয়তা দেয় পিএসজি। ম্যাচে ফরাসিরা ৪-৩ গোলে লিলেকে পরাজিত করে। পিএসজির হয়ে এমবাপ্পে ২টি, মেসি ও নেইমার একটি করে গোল করেন। আর লিলের হয়ে গোল তিনটি করেন ডিয়াকিটি, জনাথান ডেভিড ও জনাথান বাম্বা।


গত মৌসুমে মাত্র চার ম্যাচ হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। অথচ চলতি বছরের দুই মাসেই পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছে গালতিয়েরের শীষ্যরা। মার্সেই, মোনাকো ও বায়ার্ন মিউনিখ মিলিয়ে টানা তিন ম্যাচে হারে প্যারিসিয়ানরা। টানা চতুর্থ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লিগ ওয়ার্নারে টেবিল টপার ক্লাবটি। 


ম্যাচের শেষ দিকে এমবাপ্পে গোল করে প্রথমে হারের শঙ্কা এড়ান। শেষ বাঁশির আগে জাদুকরী ফ্রি কিক থেকে গোল করে দলকে মহামূল্যবান তিন পয়েন্ট এনে দেন আর্জেন্টাইন কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন কিং লিওনেল মেসি।অথচ পিএসজির সাথে বর্তমানে তেমন সম্পর্ক ভালো নেই বলে খবর প্রচার হচ্চে,আজকের ম্যাচেও তেমনটা দেখা গেছে,পুরো ম্যাচেই আর্জেন্টাইন কিংবদন্তি ছিলেন ছন্ন ছাড়া।তবে জয় সূচক গোল করে সব পুষিয়ে দিলেন এই ফুটবল মহাতারকা।

To Top