জীবনের সর্বোচ্চ চাহিদা হতে পারে অনেক সম্পদ যেটা নিরাপত্তা দেবে।হতে পারে ফেমাস হতে পারার ক্ষিদে যেটি জীবন লিড করার রাস্তা সুগম হতে পারে।হতে পারে আরো কিছু নিখুঁত সাফল্য যা ক্যারিয়ার কে সমৃদ্ধি করতে পারে।
কিন্তু জীবনের খাতায় প্রতিটি মানুষের সফলতা কোথায় জানেন?
তার জীবনে এমন কেও আসুক যে তার মানষিক শান্তি হবে। যে হবে সব খারাপ সময়ের অন্যতম এন্টিবায়োটিক। যে হবে প্রতিটা সফলতা উল্লাস করার অন্যতম কারণ। যে হবে এক একটা দুঃখ সমাধান করার নরম হৃদয়। যে হবে আমার জীবনের একজন নিখুঁত Antonella ❤️
রাত দিন পরিশ্রম শেষে আপনি চাইবেন একটা শান্তির ঘুম। হইতো মিলিয়ন টাকা দিয়ে সেই মানষিক শান্তি পাবেন না পাবেন একজনের কাছেই। আর দুনিয়ায় অভাব বলতে এমন পারফেক্ট মানুষ গুলোর।
আজ দুনিয়ার অন্যতম ভাগ্যবতীর জন্মদিন। ❤️
আমরা যাকে এক সেকেন্ড দেখার জন্যে ছোঁয়ার জন্যে স্বপ্ন বুনি, টাকা জোগাড় করি , প্রতিদিন প্রায় কলম বুলায় আবেগ দিয়ে , সেই মানুষ টির এক মাত্র মানষিক শান্তি বলতে Antonella ❤️
আমি জানি না এমন কেও আমার জীবনে আছে কিনা যে আমার শান্তি, ভালোবাসার কারণ হবে কিনা। তবে নিশ্চই চাইবো আমাকে অবশ্যই Antonella এর মতো করেই আগলে রাখুক।
যে ভুল বোঝার আগে অন্তত নিজের মানুষ কে বুঝবে তার থেকেও বেশি ভালোবাসবে।
ভালোবাসা আজকাল মিনিটে শেষ হয়।
তবে হইতো কোথায় ভালোবাসা অফুরন্ত থাকে যেটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে থাকে।
Antonella কে জন্ম দিনের অনেক শুভেচ্ছা।আমাদের ডায়মন্ড কে এভাবেই আগলে রাখুন।ভালো রাখুন। সুস্থ থাকুন। ❤️