মেসিকে উপেক্ষা করে এমবাপ্পেকে সব ক্ষমতা দিয়েছে পিএসজি: ডি মারিয়া।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

একসময় পিএসজিতে খেলতেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফলে ক্লাবটির হালহকিকত খুব ভালো করেই জানেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার দাবি করেছেন, তার স্বদেশি লিওনেল মেসিকে উপেক্ষা করেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পের হাতে সব ক্ষমতা দিয়েছে তারা।



ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়,ডি মারিয়া দাবি করেছেন,পিএসজিতে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার মেসি,তবু এমবাপ্পের ওপর অতিমাত্রায় নির্ভর করে তারা। 

তিনি বলেন, ফ্রান্সের ফুটবলার এমবাপ্পে।দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার সুসম্পর্ক আছে।গত গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে যেতে দেননি এমানুয়েল ম্যাক্রোঁ।

ইএসপিএন আর্জেন্টিনাকে ডি মারিয়া বলেন,এমবাপ্পেকে ব্যাপক দায়িত্ব দিয়েছে ফ্রান্স।দেশটির জনগণ,প্রেসিডেন্ট,পিএসজি তাকে অনেক গুরুত্ব দেয়।সে ক্লাবটি ছেড়ে দিতে চেয়েছিল।ঠিক তখনই ওকে সর্বময় ক্ষমতার অধিকারী বানানো হয়েছে।যেন দল ত্যাগ না করে

তিনি বলেন,পিএসজিতে মেসি আছ,সে সর্বকালের সেরা খেলোয়াড়।তবে তাকে উপেক্ষা করা হয়েছে।ওকে সেই ক্ষমতা দেয়া হয়নি।

৩৫ বছর বয়সী আর্জেন্টাইন বিশ্বাস করেন,এমবাপ্পে ফ্রান্স জাতীয় দলের ফুটবলার।সে দেশটিতে জন্মগ্রহণ করেছে।দেশের হয়ে বিশ্বকাপ জিতেছে ও।সামনে তার উজ্জ্বল ক্যারিয়ার পড়ে।মূলত এসব কারণে তাকে সব ক্ষমতা ও শক্তি দেয়া হয়েছে।

To Top