চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে লজ্জায় ডুবলো লিভারপুল।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ,ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে প্রথম দল হিসেবে লিভারপুলের জালে ৫ গোল করে ঐতিহাসিক জবাব দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।



দারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ ১৪ মিনিটের মধ্যে করেন দুটো গোল। এরপরই পাল্টে যায় ম্যাচের চেহারা। গোলের জন্য মরিয়া হয়ে উঠে আনচেলত্তির দল।রিয়ালের হয়ে দুটি করে গোল করেন ভিনিসিয়াস ও বেনজেমা।



মিলিতাও করেন একটি গোল।৫-২ গোলের এ জয়ে ঘরের মাঠে ফিরতি লেগের আগেই মানসিকভাবে বেশ এগিয়ে রইলো আনচেলত্তির দল।সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।

To Top