টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার।
‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে পেরুর বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার যুবারা।এখন অপেক্ষা ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের দিকে। এ ম্যাচে ব্রাজিল জয় তুলে নিলে শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হবে মেসি-ডি মারিয়ার অনুজদের।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় এস্তাদিও অলিম্পিকোতে ম্যাচটি অনুষ্ঠিত হয়,আলবিসেলেস্তেদের হয়ে ম্যাচের ৪১তম মিনিটে একমাত্র গোলটি করেন জিনো ইনফান্তিনো।
এখন আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার পুরোটা নির্ভর করছে ব্রাজিল ম্যাচের ওপর। কেননা ব্রাজিল যদি কলম্বিয়াকে হারায় তাহলে শেষ ম্যাচে আর্জেন্টিনা স্বাগতিকদের সঙ্গে জয় তুলে নিলেই চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ ড্র হলে আর্জেন্টিনা শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জটিল সমীকরণের মধ্যে পড়ে যাবে।
তাই আর্জেন্টিনার পরবর্তী রাউন্ডে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পুরোপুরি ব্রাজিলের হাতে।ইতোমধ্যে ব্রাজিল ও কলম্বিয়া মাঠে নেমেছে।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও ব্রাজিলের কাছে পরাজিত হয় আর্জেন্টিনার যুবারা।প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়।
আগামী শনিবার (২৮ জানুয়ারি) এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা।