ঘড়ির কাটা
যেন থমকে গেছে!
লুসাইলে তখন রুদ্ধশ্বাস অপেক্ষা!!
১৪ এর ফাইনালে মারিও গোটজার পর কোলো মুয়ানি নামক আততায়ীর ছুরিতে স্বপ্নটা ফালাফালা হবে। মার্টিনেজ এগোচ্ছেন!!
দু'হাত ছড়িয়ে বলের গতিপথে নিজেকে সঁপে দিবেন৷ কোলো মুয়ানির শট। হাইলাইটসের রিলে হাহাকারের নিঃশব্দ চিৎকারের আরেকটা উপলক্ষ। মস্তিষ্কে পেরেক ঠুকে দেয়া আরেকটা স্মৃতি। নাহ, পারেননি। পেরেছেন মার্টিনেজ। বাঁ পা দিয়ে ঠেকিয়ে দিলেন!🔥
অতলান্তের জলে নিমজ্জিত স্বপ্নটাকে উদ্ধার করলেন আটলান্টিকের পাড়ে বেড়ে ওঠা ছেলেটা।⚡
পেনাল্টিতেও কোমানের শট ঠেকিয়েছেন। অবশ্য শ্যুট আউটের শুরুতেই আলবিসেলেস্তে শিবিরের বিশ্বাসের বায়ুপ্রবাহ। দিবুকে বারো গজে হারিয়ে যাবে এমন বুকের পাটা কার? ডাচদের পর ফরাসিদেরকেও অশ্রুতে ভাসিয়ে তিন যুগ পর সোনার কাপ বুয়েনোস আইরেসে। মধ্যমণি মহামানব মেসি, কিন্তু এই দিবু না থাকলে?😮
মনের অজান্তেই হাঁফ ছেড়ে বাঁচা, স্বগতোক্তিতে ঝরে কৃতজ্ঞতা,
"নাহ, ভাগ্যিস আমাদের দিবু ছিল। নইলে..."🙂
নাহলে ভাববার দরকার নেই। দিবু তো ছিলই। দামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ। নির্ভীক যার হৃদয়। গ্লাভসজোড়া কাঁচা সোনায় মোড়ানো।🧤