লা লিগাতে পয়েন্ট ভাগাভাগি করতে হলো রিয়াল মাদ্রিদকে।
লা লিগায় শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ।রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয়ের দেখা পেল না কার্লো আনচেলত্তির দল।এতে পয়েন্ট ভাগাভাগি করে নিলো দুই দল।
রোববার (২৯ জানুয়ারি) সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।এতে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রইল রিয়াল,পিছিয়ে পড়ল শিরোপা লড়াইয়ে।
![]() |
ফাইল ফটো |
ম্যাচে দুর্দান্ত খেলে ভিনিসিয়াস-বেনজামারা।অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে তারা ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি, কিন্তু ফিনিশিংয়ে কার্যকর হতে পারেনি।
শনিবার (২৮ জানুয়ারি) জিরোনাকে হারিয়ে রিয়ালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা।১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭।ঘরের মাঠে হোঁচট খাওয়ার পর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৪২।এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল সোসিয়েদাদ।