ম্যাচ ডে ম্যাচ ডে ম্যাচ ডে

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

 ম্যাচ ডে ⚽🔥 ম্যাচ ডে ⚽🔥 ম্যাচ ডে ⚽🔥


⛳ পিএসজি 🆚 অল আরব একাদশ 

🏆 টুর্নামেন্ট: ফ্রেন্ডলি ম্যাচ 

🕓 সময়ঃ বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ১১টায়।

🗓 তারিখঃ ১৯/০১/২০২৩ইং

📺 সরাসরিঃ বেন স্পোর্টস-২ Bt Sports,Bt Sports Hd

🏟 ভেন্যু: কিং ফাহাদ স্টেডিয়াম,রিয়াদ,সৌদি আরব।

📲 লাইভ আপডেট: মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ ফেসবুক পেইজে।


✍ বিশ্বজুড়ে সব দর্শক অবশ্য মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে। যার ফলে প্রায় দুই বছর পর এই ফুটবলারদের মুখোমুখি হওয়া ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। সময়ের এই দুই সেরা তারকা সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২০ সালের ডিসেম্বরে।চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস বনাম বার্সেলোনা ম্যাচে।


✍ দুই বছর পর দুই তারকা ফুটবলার আবার মুখোমুখি হচ্ছে। এবার রোনালদোর নতুন ক্লাব আল নাসরে এবং মেসির পিএসজি বদৌলতে দুই তারকা মুখোমুখি হচ্ছে। অবশ্য রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গে সৌদির আরেকটি ক্লাব আল হেলালের ফুটবলাররাও মিলিত হবে মেসির পিএসজির বিপক্ষে খেলার জন্য।


❤️✌️ অফুরন্ত শুভকামনা রইল আর্জেন্টাইন কিংবদন্তী বিশ্ব চ্যাম্পিয়ন কিং লিওনেল মেসির ও অল পিএসজির জন্য।


#মেসি_নেইমার #পিএসজি

#ফ্রেন্ডলি #আরবলীগ

#মেসিয়ান_ফ্রেন্ডস_ক্লাব_বাংলাদেশ

মেসি বনাম রোনালদো 

To Top