আর্জেন্টিনার বিশ্বকাপের জয়ের আজ ১মাস পূর্ণ
![]() |
তৃতীয় বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা |
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোচট খেয়ে বসে হট ফেবারিট তকমা পাওয়া টিম আর্জেন্টিনা,সৌদির কাছে হেরে ফুটবল দুনিয়ার অঘটনের জন্ম দেয় আলবিসেলিস্তারা।
তারপর শুরু হয় এক মহাযুদ্ধ,প্রত্যেকটা ম্যাচই প্রায় অঘোষিত সেমিফাইনালের মতোই,হারলেই বিদায়,এমন কঠিন সমীকরণ নিয়েই প্রত্যেক ম্যাচেই অসাধারণ ও দুর্দান্ত পারফরম্যান্স করে কাতার বিশ্বকাপের চূড়ান্ত স্টেইজ স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় কিংবদন্তি মেসির আর্জেন্টিনা।
ফাইনালে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়নস শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে,নানান নাটকীয়তার পর অধারা সেই স্বপ্নের ট্রফি ধরা দেয় ফুটবল কিংবদন্তি কিং লিওনেল মেসির হাতে,আজ তার ১মাস পূর্ণ,স্বপ্ন পূরণের আজ ১মাস।