মার্টিনেজের বিশ্বকাপজয়ের পার্টি উপভোগ করলেন ব্রাজিলের তারকা ফুটবলারও!
সময়ের হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রায় দেড় মাস পেরিয়ে গেছে।তবে এখনও বিশ্ব শিরোপা জয়ের ঘোর যেন কাটছেই না দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।বিশ্বকাপজয়ের আনন্দে এবার নিজেই পার্টির আয়োজন করলেন ইংল্যান্ডের মাটিতে।বিশ্বকাপ জয় উদযাপনের সেই পার্টিতে অংশ নেন ব্রাজিলের এক সময়ের তারকা ফুটবলার ফিলিপ কৌতিনহোও।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলে থাকেন মার্টিনেজ।নর্থ উইকশায়ারের বেলফ্রি হোটেলেই বিশ্বকাপ জয় উদযাপনের জন্য পার্টির আয়োজন করেন এই গোলরক্ষক।পুরো পার্টিই সাজানো হয় আকাশি-নীল জার্সির আবহে।দেয়ালে শোভা পায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ের নানা মুহূর্তের ছবি।
অ্যাস্টন ভিলা দলের সতীর্থ ও ইংল্যান্ডে থাকা ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিল সেই পার্টিতে।সবার পরনেরই পোশাকের রং ছিল সাদা,অনুষ্ঠানে অ্যাস্টন ভিলা সতীর্থদের সঙ্গে ছিলেন ব্রাজিলের হয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা কৌতিনহোও।২০২২ বিশ্বকাপে দলে সুযোগ না পেলেও ২০১৮ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন এই ফুটবলার।
উল্লেখ্য যে,দীর্ঘ ৩৬ বছর পর ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা।
সূত্র: দ্য সান,ডেইলি মেইল।