আর্জেন্টিনার বিশ্বকাপের জয়ের উদযাপনে একজন মেসি ভক্তের ১২৪ একর ভুট্টা জমিতে মেসির আর্টিকেল।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

ভক্তের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন কিংবদন্তি কিং লিওনেল মেসি।
ভক্তের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন কিংবদন্তি কিং লিওনেল মেসি।

আর্জেন্টিনার লস কন্দোরেসে মাক্সিমিলিয়ানো স্পিনাৎজে নামক এক ভুট্টা চাষী তার ভুট্টা চাষের জমির ১২৪ একর জুড়ে লিওনেল মেসির চেহারার আদলে ভুট্টা লাগিয়েছেন,আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতেই তিনি এমনটা করেছেন বলে জানিয়েছেন।

To Top