সৌদিতেও শান্তি নাই রোনালদো।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

 সুপার লিগ থেকে ছিটকে রোনালদোকে দুষছেন আল- নাসর কোচ।







পরাজয়ের নেপথ্যে একেই দায়ী করছেন আল-নাসরের কোচ রুদি গার্সিয়া।ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরেছে আল-নাসর।গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন রোনালদো।বিরতির আগে দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি।কিন্তু গোল করতে ব্যর্থ হন সিআরসেভেন।


খেলার ১৫ মিনিটে আল-ইত্তিহাদকে এগিয়ে দেন রোমারিনহো।শেষ পর্যন্ত দুরন্ত জয় নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন তারা।এতে হতাশ হন রোনালদোরা। 


ম্যাচের শুরুতে লিড নেয় আল-ইত্তিহাদ।পরে সমতায় ফেরার সুযোগ পায় আল-নাসর।কিন্তু ব্যর্থ হয় সৌদির শীর্ষ লিগের দলটি,গার্সিয়া মনে করেন,গুরুত্বপূর্ণ ওই মুহূর্তে রোনালদো গোল করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো।



ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন,প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করে রোনালদো।ম্যাচের গতিপথ যা পাল্টে দেয়।বিরতিতে যাওয়ার আগে আব্দেররাজ্জাক হামদাল্লাহর লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে আল-ইত্তিহাদ।৬৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান অ্যান্ডারসন তালিস্কা,এতে পার্থক্য (২-১) কমায় আল-নাসর।


তবে ইনজুরি টাইমে নিশানাভেদ করেন মুহান্নাদ শানকিতি।তাতে খেলায় ফেরার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় আল নাসরের। আগামী শুক্রবার সৌদি প্রো-লিগে আল-ফাতেহর মোকাবিলা করবে তারা।এই ম্যাচে গোলখরা ঘোচানোর তুমুল চেষ্টায় থাকবেন রোনালদো।

To Top