মেসিকে আলিঙ্গন করে চুমু দাও,ডাচ কোচের উদ্দেশে আর্জেন্টাইন কিংবদন্তি।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক কিংবদন্তি কিং লিওনেল মেসিকে ফুটবল বিশ্ব শান্ত ও ভদ্র স্বভাবের হিসেবেই চেনে।কিন্তু কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে তার রুদ্রমূর্তি দেখে পুরো বিশ্ব অবাক। আর সেদিন ফুটবল জাদুকরের রুদ্রমূর্তিতে পুড়েছিল পুরো নেদারল্যান্ডস।আর ম্যাচ শেষে তো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তোপের মুখে পড়েন ডাচ কোচ ফন গাল।
কোয়ার্টারের সেই ম্যাচে গোল করে ডাচ কোচ গালের সামনে এসে দুই কানে হাত দিয়ে গোল উদযাপন করেন মেসি। এরপরই খোঁজা শুরু হয়ে যায় মেসির এমন উদযাপনের কারণ।পরে জানা যায় সাবেক সতীর্থ খেলোয়াড় হুয়ান রোমান রিকুয়েলমের অপমানের বদলাতে নিতেই ফন গালের সামনে ওমন উদযাপন করেন মেসি।
বিশ্বকাপের পর সেই বিষয়টি অনেকে ভুলে গেলেও তা পুনরায় উস্কে দেন অবসর ভেঙে এক ম্যাচের জন্য ম্যাচ খেলতে নামা আর্জেন্টিনা ফুটবলার সার্জিও আগুয়েরো,স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার জেরার্ড পিকের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘কিংস লিগ’ এ খেলতে নেমে গোল করার পর মেসির মতো উদযাপন করে ফন গালকে আরেক খোঁচা দেন আগুয়েরো।
এবার এমন উদযাপন ইস্যুতে মুখ খুললেন হুয়ান রোমান রিকুয়েলমে। মুখ খুলেই তোপ দাগালেন নেদারল্যান্ডস কোচ ফন গালের উদ্দেশে।তবে রিকুয়েলমে নিজের ও ফন গালের ব্যাপারে সে সাক্ষৎকারে কোনও কথা বলেননি।
সম্প্রতি মেসি-ফন গালের সেই লড়াই নিয়ে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসির সঙ্গে কথা বলতে গিয়ে ফন গালের উদ্দেশে একটু পরামর্শ দেন রিকুয়েলমে।আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার বলেন, আমার যদ্দূর মনে পড়ে,ফন গাল মেসিকে নিয়ে ম্যাচের আগে কিছু বলেছিলেন।এ ধরনের বিষয় ফুটবলে না করাই ভালো।ওকে আপনি রাগিয়ে দিতে পারেন না।এর চেয়ে বরং ভালো তার সঙ্গে আলিঙ্গন করা, চুমু দেয়া।এগুলো করলে হয়তো তিনি আপনাকে হারাতে চাইবেন না।
রিকেলমে এরপর আরও বলেন, সেরা খেলোয়াড় যখন রেগে যায়, তাকে হারানোর কোনো সুযোগই আপনার থাকবে না।এটা অসম্ভব।এ কারণেই আমি বলব, ফন গালের ওই কথা আর্জেন্টিনার জন্য খুব ভালো হয়েছিল।এ ছাড়া মেসির একটি সুবিধা আছে।সে রেগে গেলে অন্য খেলোয়াড়দের মতো লাল কার্ড দেখে না।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে নিয়ে ২০১৪ বিশ্বকাপের ‘স্মৃতিচারণ’ করে ফন গাল বলেছিলেন, মেসি সেই ম্যাচে বলই স্পর্শ করতে পারেননি এবং এবার সেই হারের প্রতিশোধ নেবে তার দল।ফন গালের এমন কথা মেসি আর তার সতীর্থদের যে খুব তাতিয়ে দিয়েছিল,সেটা বোঝা গেছে ম্যাচে এবং নেদারল্যান্ডসকে হারানোর পর আর্জেন্টাইনদের উদযাপনে।
সূত্র: গোলডটকম