মেসি-রোনালদো আবারো মুখোমুখি।

মেসিয়ান ফ্রেন্ডস ক্লাব বাংলাদেশ

আগামী ১৯ জানুয়ারী প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই সুপারস্টার খেলোয়াড় আর্জেন্টাইন কিংবদন্তি কিং লিওনেল মেসি ও পর্তুগীজ তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।

পিএসজি বনাম আল নাসেরি & আল হিলাল গঠিত দল রিয়াদ সিজনের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার,১৯ জানুয়ারী আর্জেন্টিনার সময় দুপুর ২:০০ টায়,সৌদি সময় রাত ৮টায় এবং বাংলাদেশ সময় রাত ১১ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে,সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে,যা রিয়াদে সৌদি আরবের রাজধানীতে অবস্থিত এবং ৭০০০০ দর্শকের ধারণক্ষমতা রয়েছে।

অতিথি কোচ থাকবেন স্যার 🇦🇷মার্সেলো গ্যালার্দো🇦🇷 রিয়াদ সিজনের নেতৃত্ব দিবেন,২০২২সালে নেতৃত্ব দিয়েছিলেন  আর্সেন ওয়েঙ্গার।


To Top